Alexa বেছে বেছে মাছ কিনে খাচ্ছে কাক! ভিডিও ভাইরাল

বেছে বেছে মাছ কিনে খাচ্ছে কাক! ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৯ ৬ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক মাছের দোকানে বড় পাত্রের মধ্যে রাখা আছে বিভিন্ন মাপের মাছ। পাত্রের এপারে দোকানদার, ওপারে বসে একটি কাক। কাকটি ওই পাত্র থেকে মাছ খাওয়ার জন্যই এসেছে। কিন্তু ছোঁ মেরে মাছ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে না। দোকানদারের সঙ্গে মাছ দরদাম করে কিনে খাচ্ছে কাক! এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের সামাজিক মাধ্যমে।

ভিডিওটিতে আরো দেখা যায়, দোকানদার ছোট আকারের মাছ তুলে দেন ওই কাকটির মুখে। কিন্তু ছোট আকারের সেই মাছ পছন্দ নয় কাকটির। তাই সে মুখ থেকে মাছ ফেলে দিল পাত্রে। এভাবে বেশ কয়েকটি মাছ কাকটিকে দিলেন ওই মাছ বিক্রেতা।

কিন্তু মাপে অপছন্দ হলে সে খাচ্ছে না। শেষে দোকানি আগের তুলনায় বড় আকারের একটি মাছ দিলেন কাকটিকে। সেটি বেশ পছন্দ হয় কাকটির। মাছ পেয়েই মুখে নিয়ে উড়ে চলে গেল সে।

দোকানির সঙ্গে মাছ নিয়ে কাকের এই দরাদরির ঘটনাটি সম্প্রতি ঘটেছে ভারতের কেরলে।

 

ডেইলি বাংলাদেশ/এসআই