Alexa বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৪

বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:০৫ ৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৮:০৭ ৭ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

সদরঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে চার জন নিখোঁজ হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খেয়া নৌকাটিতে ছয়জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর মাঝিসহ তিন জনকে স্থানীয়রা উদ্ধার করলেও চার জন ডুবে নিখোঁজ হয়েছেন।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, ওয়াজঘাট থেকে ছয় জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা কেরানীগঞ্জের কালিগঞ্জ ঘাটে আসার পথে সুন্দরবন-৯ নামে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটি ডুবে যায়। তাৎক্ষণিক আশপাশের মাঝিরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/আরএ