বুলবুলের রাতেও চুরি!
বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:০৫ ১১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
বরিশাল নগরের সাগরদী বাজারে ঘূর্ণিঝড় বুলবুলের রাতেও দুটি দোকানে চুরি হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যকে মারধর করেছে চোরেরা।
রোববার রাতে সাগরদী বাজার জামে মসজিদ সংলগ্ন ফজিলত স্টোর এবং বিপরীত পাশের মা জুয়েলার্সে চুরি হয়।
আহত মো. সবুজ বরিশাল কোতোয়ালি থানায় এএসআই হিসেবে কর্মরত।
তিনি বলেন, ঝড়ের রাতে মোবাইল ডিউটি চলছিলো। রাত সাড়ে তিনটায় কয়েকজন লোক মা জুয়েলার্সের ভেতর থেকে সিন্দুক নামিয়ে ট্রাকে তুলছিলো। ডিউটি টিম নিয়ে তাদের আটকের চেষ্টা করলে তারা আমাদের উপর হামলা করে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এএসআই সবুজ আরো বলেন, কিছুক্ষণ পর ট্রাকটি আবার আসে। কিন্তু ঘটনাস্থলে আমাদের দেখতে পেয়ে ট্রাক নিয়ে দপদপিয়া সেতুর দিকে পালিয়ে যায় চোরেরা।
মা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুদেব কর্মকার বলেন, পুলিশ না এলে আমার সর্বস্ব নিয়ে যেত। চোরেরা সিন্দুকটি নিতে পারেনি। শুধু শোকেসে থাকা চার ভরি স্বর্ণ নিয়ে গেছে।
ফজিলত স্টোর্সের স্বত্বাধিকারী শাহে আলম বলেন, দোকানে ২৫ হাজার টাকা ছিলো। সেগুলোই নিয়ে গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঝড়ের কারণে নগরে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই সুযোগটাই নিয়েছে চোরেরা। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চোরদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
ডেইলি বাংলাদেশ/এআর