Alexa বুলবুলের তাণ্ডবে শরীয়তপুরে নিহত বেড়ে ২

বুলবুলের তাণ্ডবে শরীয়তপুরে নিহত বেড়ে ২

শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪২ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:৪৪ ১১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছচাপায় নিহত বেড়ে দুইজন হয়েছেন। রোববার দুপুরে ও বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউপির দেওজুড়ি গ্রামের মো. আলীবক্স ছৈয়াল, ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের আলেয়া বেগম।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ ভেঙে ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আলেয়ার স্বামী আজগর ঘড়ামী।

শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহের বলেন, ঘূর্ণিঝড়ে ছয়টি উপজেলার ২৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাতাস আর বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শতশত গাছ ভেঙে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিলো।

ডিসি আবু তাহের আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ডেইলি বাংলাদেশ/এআর