Alexa বীমা দাবির চেক পেয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড

বীমা দাবির চেক পেয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২০ ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১৭:২১ ১৭ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ই অক্টোবর, পদ্মা ব্যাংক লিমিটেডের হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু-র হাতে বীমা দাবির চেক তুলে দেন প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী মৃধা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পদ্মা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাৎ হোসেন, হেড অফ বিজনেস জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান সারওয়ার জাহান চৌধুরী-সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে