Alexa বিয়ে বাড়িতে বাবা-মা, ঘরে ঝুলছে মেয়ের মরদেহ

বিয়ে বাড়িতে বাবা-মা, ঘরে ঝুলছে মেয়ের মরদেহ

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:২৩ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৪:২৫ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আকলিমা আক্তার নামে এক কিশোরী। বুধবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আকলিমার বাবার নাম আক্তার মিয়া।

জানা যায়, বুধবার আকলিমার বাবা-মা পাশের গ্রামে বিয়ের দাওয়াতে যান। বড় মেয়ে আকলিমা ও ছোট ছেলেকে বাড়িতে রেখে যান। তারা যাওয়ার কিছু সময় পর ছোট ভাই বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা ইউপি সদস্য ও পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, মরদেহ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ