Alexa বিয়ে ছাড়াই মা হচ্ছেন অক্ষরা!

বিয়ে ছাড়াই মা হচ্ছেন অক্ষরা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪০ ১৭ জুলাই ২০১৯  

অক্ষরা হাসান

অক্ষরা হাসান

ভারতের কিংবদন্তী অভিনেতা কমল হাসানের দুই কন্যা শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান। দু’জনেই অভিনয় দিয়ে নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত।

এদিকে, ইদানীং শোনা যাচ্ছে অক্ষরা হাসান নাকি মা হতে চলেছেন। আর তাও আবার বিয়ে না করেই! কিন্তু বিয়ের কোনো খবরই মিডিয়াতে আসেনি। 

তবে এমন মা হওয়া বাস্তবে নয় বরং সিনে পর্দায়। ‘মিস্টার কেকে’ শিরোনামের তামিল ছবিতে অক্ষরাকে একজন গর্ভবতীর চরিত্রে দেখা যাবে। আর এ ছবিতে অক্ষরার বিপরীতে অভিনয় করছেন চিয়ান বিক্রম। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics