Alexa বিয়ের নামে মেয়েকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিল বাবা!

বিয়ের নামে মেয়েকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিল বাবা!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৭ ১৬ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫০ হাজার টাকায় নিজের ১০ বছরের মেয়েকে ৩৫ বছরের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিল এক বাবা। লোকের চোখে ধুলো দিতে বিয়ের নাটক করা হয়েছে যে ব্যক্তির সঙ্গে, সেই গোবিন্দ ঠাকুর মেয়েটির বাবার থেকে এক বছরের ছোট।

গুজরাতের বানসকাঁথা এলাকায় সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে।

জানা গেছে, মেয়েকে বিক্রির জন্য দেড় লাখ টাকায় রফা হয়েছিল। বিয়ের পর মেয়ের বাবাকে আরো এক লাখ টাকা দেয়ার কথা ছিল গোবিন্দর।

এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে পুলিশের। মেয়ের বাবা ও গোবিন্দকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে আপাতত একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে