Alexa বিয়ের খবর দিলেন মৌসুমী হামিদ, জানালেন পাত্রের যোগ্যতা

বিয়ের খবর দিলেন মৌসুমী হামিদ, জানালেন পাত্রের যোগ্যতা

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৭ ২৬ জানুয়ারি ২০২০  

মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ে বেশ মনোযোগী তিনি। তার অভিনয়ে মুগ্ধ তার ভক্তরা। আর এ কারণে অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম না।

এদিকে মৌসুমী হামিদ অভিনয়ে বেশ সরব হলেও তিনি এখনো ‘সিঙ্গেল’। তবে পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে বলে জানান অভিনেত্রী। আর পাত্র দেখতে গেলে বরাবরই সামনে আসে এক সমস্য!

মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট সাড়ে নয় ইঞ্চি। এই উচ্চতার জন্য বিনোদনপাড়ায় তাকে ‘তালগাছ’ নামে ডাকা হয়। এছাড়া নির্মাতারাও তার সহ অভিনেতা খুঁজে কিছুটা হিমশিম খায়।

বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। তবে খুঁজে পেলেই যেকোন মুহূর্তেই বিয়ে করে ফেলবো। 

সম্প্রতি ঢাকার তিন’শ ফিটের একটি জেলেপাড়ায় ‘নীড়ভাঙা ঢেউ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে দীর্ঘক্ষণ পানিতে নেমে শুটিং করতে হয়েছিলো তাকে।  আলী সুজন পরিচালিত নাটকটি খুব শিগগির চ্যানেল আইতে প্রচার করা হবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস