Alexa বিয়েতে বন্ধুর বউকে পেঁয়াজ উপহার

বিয়েতে বন্ধুর বউকে পেঁয়াজ উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৩ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:১৭ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ। অস্বাভাবিকভাবে দাম বাড়ায় সবার মুখে এখন পেঁয়াজের কথা। এর প্রভাব বিয়ে বাড়িতেও পড়েছে। এবার বিয়েতে পেঁয়াজ উপহার দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বরের বন্ধুরা।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগের হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাতে এ উপহার দেয়া হয়। বন্ধুদের এমন উপহার পুরো শহর জুড়ে বেশ সাড়া ফেলেছে।

নারায়ণগঞ্জ শহরের ১নম্বর বাবুরাইলের মোহাম্মদ পিয়াস ও ফতুল্লা বক্তাবলীর কনে খাদিজা কাবিননামা গত বছরে হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে ওই কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বর-কনের হাতে র‌্যাপিং পেপারে মুড়িয়ে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বন্ধু সুমন, হৃদয়, শান্ত, ইমরান, সাব্বির।

পেঁয়াজ উপহার নিয়ে সুমন ও হৃদয় জানান, দাম বেশি হওয়ায় বন্ধুর বৌভাতে পেঁয়াজ উপহার দেয়ার ইচ্ছে জাগে। পরে অন্যান্য বন্ধুদের পরামর্শে পেঁয়াজ উপহারের সিদ্ধান্ত নেয়া হয়। বাজার থেকে এক কেজি পেঁয়াজ কিনে র‌্যাপিং পেপারে মুড়িয়ে দম্পতির হাতে তুলে দেয়া হয়।

পিয়াস বলেন, বিয়েতে যত পুরস্কার পেয়েছি সবচেয়ে মূল্যবান মনে করবো পেঁয়াজের উপহার। কারণ এখন পেঁয়াজের ঝাঁজে সবাই অস্থির। বন্ধুদের এ উপহার নীরব প্রতিবাদও হতে পারে। এ উপহারের জন্য তাদের ধন্যবাদ জানাই।

ডেইলি বাংলাদেশ/এমআর