Alexa বিহারে করমুক্ত ‘সুপার থার্টি’

বিহারে করমুক্ত ‘সুপার থার্টি’

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪২ ১৭ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ছবি ‘সুপার থার্টি’। পাটনার গণিত শিক্ষক আনন্দ কুমারের জীবনকে তুলে ধরেছে এই ছবি। আর সেকারণেই সোমবার বিহার সরকারের তরফে ছবির করমুক্তির কথা ঘোষণা করা হয়।

এদিন সপরিবারে ছবিটি দেখতে গিয়েছিলেন বিহারের সহকারী মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। তিনি ছবির প্রশংসাও করেন। সিনেমা শেষের পর হল ফেরত মন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। জানতে চান পাটনাবাসী গণিত শিক্ষকের বায়োপিককে বিহারে করমুক্ত করা হবে কিনা? তখন সুশীলজি জানিয়েছিলেন তিনি ভেবে দেখবেন। আর তার ঠিক পরদিনই এই ঘোষণা করা হল। 

সরকারের এই সিদ্ধান্তে অভিভূত ছবির মূল কাণ্ডারী আনন্দ কুমার। তার মতে এর ফলে আরো বেশি সংখ্যক মানুষ ছবিটি দেখার সুযোগ পাবেন। ট্যুইট বার্তায় মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

আনন্দ কুমার লিখেছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি ও সহকারী মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীজিকে অশেষ ধন্যবাদ ‘সুপার থার্টি’কে করমুক্ত করার জন্য। অনেক মানুষ এবার ছবিটি দেখার সুযোগ পাবেন। সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হৃত্বিকও।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics