Alexa ‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে’

‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে’

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৬ ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:২১ ১৭ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। পাশাপাশি বাসার জানালার কাচ ভেঙে যায় এবং অনেক জিনিসপত্র মেঝেতে পড়ে যায়। লণ্ডভণ্ড হয়ে সবকিছু এদিক-সেদিক ছড়িয়ে পড়ে’।

ভয়ার্ত কণ্ঠে ভবনের চতুর্থ তলার বাসিন্দা স্কুলশিক্ষিকা অঞ্জন কান্তি দাশ এভাবেই দুর্ঘটনার বর্ণনা দেন। এর আগে রোববার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের পাথরঘাটায় ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৫ জন। 

অঞ্জন কান্তি দাশ বলেন, বিস্ফোরণের পর ভবনের সীমানাপ্রাচীর ভেঙে রাস্তায় মানুষের ওপর পড়ে। পিকআপভ্যানে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে পথচারীও ছিলেন।

সিএমপির দক্ষিণের ডিসি মেহেদি হাসান বলেন, ৯৯৯-এ ফোন দিয়ে এক ব্যক্তি আমাদের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে বিস্ফোরণের ঘটনাটি জানান। এ ঘটনায় ১৭ জন দগ্ধ হয়েছেন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিলে চিকিৎসক সাতজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার অভিযান চালায়। নিহতের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা ও এক শিশু রয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিআরএইচ