Alexa বিসিসিআইয়ের দায়িত্ব নিলেন সৌরভ

বিসিসিআইয়ের দায়িত্ব নিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫২ ২৩ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী। আজই এ দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় তাকে।

মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে এদিন বার্ষিক সাধারণ সভায় সৌরভকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। 

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

সৌরভ দায়িত্ব নেওয়ার ফলে শেষ হলো সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)-এর ৩৩ মাসের মেয়াদ। বোর্ডকে নতুনভাবে ঢেলে সাজাতে নিযুক্ত করা হয়েছিল এই কমিটি।

আজ আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি ঘোষিত হন সৌরভ। সমস্ত রাজ্য সংস্থা সর্বসম্মতভাবে বেছে নিয়েছিল তাকে।

৪৯ টেস্ট ও ১৪৭ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ বিসিসিআইয়ের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী দশ মাস তিনি এই দায়িত্বে থাকবেন। এর আগে গত পাঁচ বছর তিনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

ভারতের আর কোনো অধিনায়ক পূর্ণ সময়ের জন্য বোর্ডের সভাপতি হননি। ৪৭ বছর বয়সি সৌরভ তাই নতুন ইতিহাস গড়লেন।

সৌরভ দায়িত্ব নেওয়ার দিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ নিয়োগ পেয়েছেন বোর্ডের সচিব হিসেবে। বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমল হয়েছেন কোষাধ্যক্ষ।

ডেইলি বাংলাদেশ/সালি