Alexa বিষ খাওয়াল প্রেমিকা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক!

বিষ খাওয়াল প্রেমিকা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩০ ২৪ আগস্ট ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেশ কয়েকবছর সম্পর্ক ছিল দুজনের। এখন আর সেই সম্পর্ক রাখতে চায় না প্রেমিকা। তাই ফোন করে ডেকে এনে প্রেমিককে বিষ খাওয়ানোর অভিযোগ উঠঠেছেল প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে প্রেমিক।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, কোলা হাজরার বাসিন্দা আমিরুন মোল্লা কাজের সূত্রে ভাঙনখালি গ্রামে গেলে সেখানকার এক তরুণীর সঙ্গে সম্পর্ক হয়। প্রথমদিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু আমিরুন তখন বেঁকে বসে। রীতিমতো অশান্তি করতে থাকে সে।

এরপরই প্রেমিককে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় ওই তরুণী। বাড়িতে ডেকে এনে আমিরুনকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায় সে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমিরুন। অভিযোগ দায়ের হয়েছে বাসন্তী থানায়।

ডেইলি বাংলাদেশ/এমএস