Alexa বিশ্ব পেল নতুন খাটো পুরুষ, গিনেস রেকর্ড

বিশ্ব পেল নতুন খাটো পুরুষ, গিনেস রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৫৯ ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:০২ ১৭ জানুয়ারি ২০২০

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

গিনেস রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ হলেন নেপালের খগেন্দ্র থাপা। তার উচ্চতা ৬৭.৮ সেন্টিমিটার বা ২ ফুট ২.৪১ ইঞ্চি এবং ওজন ৬ কেজি।

খগেন্দ্র থাপা নেপালের পোখারায় ১৪ অক্টোবর ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা রুপ বাহাদুর ও মাতা ধনমায়া। খগেন্দ্র থাপা তাদের প্রথম সন্তান। গিনেস রেকর্ড অনুযায়ী এখন খগেন্দ্র থাপাই বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ।

খগেন্দ্র থাপা

২০১০ সালে খগেন্দ্রকে নেওয়া হয়েছিল নিউইয়র্কের 'রিপ্লিস, বিলিভ ইট অর নট' এর ওয়াডলোর এক্সিবিশনে। সেখানে সব চেয়ে লম্বা পুরুষ রবার্ট ওয়াডলোর পাশে তাকে দাঁড় করানো হলে দেখা যায় খগেন্দ্র'র উচ্চতা ওয়াডলোর জুতার চেয়ে সামান্য কিছু বেশী। আর তার উচ্চতা স্বাভাবিক মানুষদের হাঁটুর নিচে।

ডেইলি বাংলাদেশ/ জেএইচএফ