Alexa বিশ্বে ভারতীয় পর্নো ছবির চাহিদা সবচেয়ে বেশি 

বিশ্বে ভারতীয় পর্নো ছবির চাহিদা সবচেয়ে বেশি 

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:২৯ ৩ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি ওয়েবসাইটের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বিশ্বে ভারতীয় পর্নো ছবির চাহিদা সবচেয়ে বেশি।

সম্প্রতি জনপ্রিয় একটি পর্নোসাইট লন্ডন, প্যারিস, নিউইয়র্ক এবং টরেন্টোর মতো বিশ্বের ২০টি শহরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। পর্নহাবের করা সমীক্ষা প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব শহরের পর্নো ছবির দর্শকদের মধ্যে ভারতীয় পর্নো ছবি বেশি দেখেন।

সমীক্ষা অনুযায়ী, টরেন্টোয় বসবাসকারী পর্নো ছবির দর্শকদের মধ্যে ৯২ শতাংশই ভারতীয় পর্নো ছবি বেশি দেখেন। প্যারিসের ৭৬ শতাংশ পর্নো ছবির দর্শক ভারতীয় পর্নো ছবি দেখেন। নিউইয়র্কে ৫৭ শতাংশ আর লন্ডনের পর্নো ছবির দর্শকদের মধ্যে ৪২ শতাংশ দর্শকের অগ্রাধিকার ভারতীয় পর্নো ছবিতে।

পর্নো ছবির দর্শক সংখ্যার বিচারে শীর্ষে আছে নিউইয়র্ক। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড আর তৃতীয় স্থানে রয়েছে ভারত। দিনে সবচেয়ে বেশি সময় পর্নো ছবি দেখার ক্ষেত্রে শীর্ষে ফিলিপাইন। দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত।

ডেইলি বাংলাদেশ/এমকে