Alexa বিশ্বকাপের শেষ আটে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিকরা

বিশ্বকাপের শেষ আটে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিকরা

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৮ ২৬ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষ। আগেই শেষ আট নিশ্চিত করেছিল বাংলাদেশ। শনিবার নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে কাদের পাচ্ছে আকবর আলির দল। আগামী ৩০ জানুয়ারি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগার যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফরম্যাট অনুসারে প্রতি গ্রুপের সেরা দুই দল উত্তীর্ণ হয় সুপার লিগে। অন্যদিকে বাকি দলগুলো প্লেট পর্বের লড়াইয়ে নামে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার লিগে আসে বাংলাদেশ। তবে কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করার সুযোগ পায়নি টাইগার যুবারা। ফলে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের বিপক্ষে শক্ত পরীক্ষা দিতে হবে তাদের। 

সূচি অনুসারে ২৮ জানুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২৯ জানুয়ারি মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৩০ জানুয়ারি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা খেলার পরের দিন আফগানিস্তান লড়বে পাকিস্তানের বিপক্ষে।

পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় টাইগার যুবাদের ম্যাচটি শুরু হবে।

ডেইলি বাংলাদেশ/এএল