Alexa বিল পাহারা শেষে ফিরলেন লাশ হয়ে

বিল পাহারা শেষে ফিরলেন লাশ হয়ে

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১১ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুন্দরপুর হাওরে নৌকাডুবিতে এক প্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজার গ্রামের বাসিন্দা।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, রাতে হাওরে বিল পাহারা শেষে ভোরে নৌকায় বাড়ি ফিরছিলেন বাবুল। সুন্দরপুর হাওরে হঠাৎ বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে অন্য পাঁচজন সাঁতরে পাড়ে এলেও বাবুল আর উঠতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর