Alexa ১০ বছরে লিখনের হাড় ভেঙেছে ৩২ বার, পাশে দাঁড়ানোর আহ্বান

১০ বছরে লিখনের হাড় ভেঙেছে ৩২ বার, পাশে দাঁড়ানোর আহ্বান

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৮ ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৮:২৭ ৯ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাবিদ আল লিখন ‘অস্টিও জেনেসিস ইম্পারফেক্টা’নামে জটিল ও বিরল রোগে আক্রান্ত। ১০ বছর বয়সেই  তার হাত-পায়ের হাড় ভেঙেছে ৩২ বার। ছোট্ট বয়সে তীব্র ব্যথায় কুঁকড়ে যায় লিখন। 

হাসতে চাইলেও হাসতে পারে না সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিখনের হাসি ফোটাতে প্রয়োজন তিন লাখ টাকা।

লিখনের বাবা আবদুল ওয়াহাব সামান্য একজন অফিস সহকারী। তিন সন্তানের মধ্যে লিখন সবার ছোট। ২০১২ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের অর্থপেডিকস বিভাগে চিকিৎসা চলছে লিখনের। লিখনের হাড়গুলো নরম। ফলে বাঁকা ও শক্ত হচ্ছে না এবং স্বাভাবিক বৃদ্ধিও নেই। ২০১৭ সালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে টেলিস্কোপিক নেইল বসানো হয়েছে। ফলে পা এখন স্বাভাবিক।

গত সাত বছরে তার চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। সন্তানের সুস্থতার জন্য হৃদয়বান ব্যক্তিদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আবদুল ওয়াহাব।

বর্তমানে লিখনের হাতে অস্ত্রোপচার করা হবে। এজন্য প্রয়োজন আরো ১ লাখ ২০ হাজার টাকা। পুরোপুরি সুস্থ হতে প্রয়োজন তিন লাখ টাকা। ছোট্ট শিশু লিখনের মুখে একটু হাসির জন্য নিরন্তর ছুটে চলছেন তার বাবা। লিখনের হাসির জন্য যেকেউ দাঁড়াতে পারেন তার পাশে। 

ডেইলি বাংলাদেশ/এমকে