Alexa বিরলে দুইজনের মরদেহ উদ্ধার

বিরলে দুইজনের মরদেহ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০১ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:০৩ ২১ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের বিরলে দুই স্থান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বালাপুকুর ও বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বালাপুকুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে জুঁই আক্তার ও বিশ্বনাথপুর গ্রামের খমির উদ্দীনের ছেলে আশরাফ আলী। জুঁই স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, জুঁইকে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখেন স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপরদিকে বিশ্বনাথপুর গ্রামের আশরাফ আলীকে পূণর্ভবা নদীর পূর্ব তীরে গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি গোলাম রসুল আরো জানান, এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর