Alexa বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ

বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৭ ২১ জানুয়ারি ২০২০  

সহকারী বিমান বাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশার এর সিএসটিআই-তে বিমান বাহিনীর ৮ নং স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন- আইএসপিআর

সহকারী বিমান বাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশার এর সিএসটিআই-তে বিমান বাহিনীর ৮ নং স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন- আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনীর ৮ নম্বর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারের কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। 

এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান তার স্বাগত ভাষণে স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক সহ-বিমান বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে