Alexa বিমানের থেকেও দ্রুত গতিতে ছুটবে ভাসমান এই বুলেট ট্রেন!

বিমানের থেকেও দ্রুত গতিতে ছুটবে ভাসমান এই বুলেট ট্রেন!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১১ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১১:১৪ ৬ ডিসেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে ভাসমান অতি দ্রুত গতির বুলেট ট্রেন তৈরি করেছে চীন। বিমানের থেকেও দ্রুত গতিতে ছুটবে এটি। যেটি ঘণ্টায় পাড়ি দিতে পারবে ৩৭৩ মাইল। 

গেল সপ্তাহে পূর্ব চীন শহর কিংডাওতে বিজ্ঞান ভিত্তিক এমন একটি প্রোটোটাইপ বডি প্রদর্শন করা হয়েছে। এটি ২০২১ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। 

ভাসমান দ্রুত গতির এ বুলেট ট্রেনটির মডেল তৈরি করেছে চীন রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন (সিআরআরসি)। 

চীন ২০০৩ সাল থেকে ‘ম্যাগলেভ’ (চৌম্বকীয় লিভিটেশন) ট্রেন ব্যবহার করেছে। প্রযুক্তিটি চৌম্বকীয় বিকর্ষণ ব্যবহার করে ট্রেনটিকে ভাসমান করে। পরে চলতে গতি দেয়। এটি ট্র্যাকগুলোর সঙ্গে ঘর্ষণ হ্রাস করে এবং অতি দ্রুত গতি নিয়ে ছুটে চলে।

সিআরআরসির উপ-প্রধান প্রকৌশলী ডিং সানসান বলেছিলেন, বেইজিং থেকে সাংহাই যেতে বিমানে প্রায় সাড়ে চার ঘণ্টা লাগে। দ্রুতগতির রেলপথে সময় লাগে প্রায় ৫.৫ ঘণ্টা। কিন্তু উচ্চ-গতির এ ম্যাগলেভ ট্রেনে সময় লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। 

কিংডাওয়ের সিফাংয়ে ট্রেনটি পরীক্ষা করার জন্য একটি পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করা হবে বলে সিআরআরসি থেকে জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসআই