Alexa বিমানের এয়ার ভেন্টে জুতা শুকালো যাত্রী!

বিমানের এয়ার ভেন্টে জুতা শুকালো যাত্রী!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৪৩ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার বিমানের এয়ার ভেন্টের সামনে জুতা শুকানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বিমানের ভেতরে জুতা তুলে ধরে শুকাতে দেখা গেল এক যাত্রীকে।

অন্য আরেক যাত্রী শেমিং নামে এক ভেরিফায়েড ইনস্টাগ্রাম একাউন্টে ভিডিওটি পোস্ট করার পর তা খুবই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। শেমিংয়ের অ্যাকাউন্টে ভিডিওটি ১৬ জানুয়ারি পোস্ট করা হয়েছিলো। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় তিন লাখেরও বেশিবার দেখা হয়। সেই সঙ্গে পোস্টটিতে বিভিন্ন রকমের কমেন্ট পড়তে শুরু করে।

ভিডিওটিতে দেখা যায়, বিমানে অনেক যাত্রীরা বসে ছিলেন। বিমান ছাড়তে খুব বেশি সময় ছিলো না। এরই মাঝে এক যাত্রী ডান হাত দিয়ে একটি জুতা এয়ার ভেন্টের সামনে তুলে ধরেছেন। হয়তো তিনি ভেজা জুতা শুকানোর জন্যই এই কাজ করছিলেন। তার হাতে একটি আংটিও দেখা গেছে। তাই ভিডিওটিতে নিশ্চিত করে বোঝা যাচ্ছিলো না তিনি মহিলা না পুরুষ।

ডেইলি বাংলাদেশ/ জেএইচএফ