Alexa বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিলো ৮ বছর বয়সী শিশু!

বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিলো ৮ বছর বয়সী শিশু!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২০ ১২ জুন ২০১৯   আপডেট: ১২:২৭ ১২ জুন ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিনেমা দেখে বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আট বছর বয়সী এক শিশু। বাড়ির সবার অজান্তে ফোন করে ভারতের পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। উড়োফোনের সূত্র ধরে, পুলিশ যখন তার কাছে গিয়ে দেখে অভিযুক্তের বয়স মাত্র আট বছর।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দাদার ফোন থেকেই সে বিমানবন্দরে ফোন করেছিল। দাদা তখন ঘুমোচ্ছিলেন। ফলে দাদা তার নাতির কাণ্ড জানতেও পারেননি। বিমানবন্দের নম্বর সে পেল কোথায়, সে তথ্যও জানিয়েছে পুলিশকে।

গুগলে পাটনা এয়ারপোর্ট সার্চ করে, ফোন নম্বর জোগাড় করতে বিশেষ কোনো ঝামেলা হয়নি তার। এরপর সেই নম্বর ধরে বিমানবন্দরে ফোন করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। এই দুষ্টুবুদ্ধি মাথায় এল কোথা থেকে?

আট বছরের সেই বালকের সরল স্বীকারোক্তি, ভোজপুরী ছবি দেখেই মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। অভিযুক্ত ওই বালকের নাম অবশ্য পুলিশ গোপন রেখেছে।

ডেইলি বাংলাদেশ/এমএস