Alexa বিপিএলে নিজের ব্যাটিং পজিশন জানালেন মোসাদ্দেক

বিপিএলে নিজের ব্যাটিং পজিশন জানালেন মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১২ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৬:৪৩ ১০ ডিসেম্বর ২০১৯

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

আসন্ন বিপিএলে সিলেট থান্ডার্সের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সৈকতের সিলেট। এর আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ব্যাটিং পজিশনের কথা জানালেন তিনি। 

জাতীয় দলে সৈকত মূলত লোয়ার অর্ডারে ব্যাট করেন।  কিন্তু মোসাদ্দেক দেশের ঘরোয়া ক্রিকেটে চার-পাঁচে ব্যাটিং করে থাকেন। এবার বিপিএলেও চার-পাঁচে ব্যাটিং করতে চান মোসাদ্দেক। আসন্ন বিপিএলে উপরে ব্যাট করেই জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে চান এই ব্যাটসম্যান।  সব ঠিক থাকলে চার বা পাঁচে ব্যাট করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। 

‘ঘরোয়া ক্রিকেটে আমি চার-পাঁচেই ব্যাটিং করার চেষ্টা করি। জাতীয় দলে এমন সুযোগ মেলেনি। বিপিএলে ভালো করলে কোচ-নির্বাচকরা হয়তো জাতীয় দলে উপরে ব্যাটিং করানোর বিষয়ে চিন্তা করবেন। বিপিএলে কোথায় ব্যাট করব এখনো জানি না। কোচ-ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, হয়তো চার বা পাঁচেই করব। এটা আমার জন্য বড় সুযোগ। আমি মনে করি নিজেকে এখানে দেখানোর সুযোগ আছে।’

প্রথমবারের মতো বিপিএলে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। বিপিএলে প্রথম হলেও বাংলাদেশ ‌‘এ’ দল এবং ঘরোয়া লিগে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু বিপিএলে মোসাদ্দেকের অভিষেক হবে আগামীকাল। 

অধিনায়কত্ব আর সিলেট থান্ডার দল নিয়ে মোসাদ্দেক বলেন, ‘প্রথম থেকেই সবাই জানি এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। অধিনায়ক হিসেবে মনে করি আমাদের দলের জন্যও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা জেতার জন্যই মাঠে নামব। জেতার চ্যালেঞ্জই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপিএল একটা বড় টুর্নামেন্ট। এখানে যারা খেলে সবাই অভিজ্ঞ, নিজের ভূমিকা সম্পর্কে সবাই জানে। সবাই সবার দায়িত্বটা বুঝে নিলে আমার জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে।’

প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক মোসাদ্দেক, ‘বিদেশি ও স্থানীয় খেলোয়াড় মিলে সবাই আজ অনুশীলন করলাম। আমার মনে হয় আমরা ভালো একটা দল। আগামীকাল ভালো একটা ম্যাচ খেলব ইনশাআল্লাহ্‌। এখানে সব দলই ভালো। কারও বিদেশি খেলোয়াড় ভালো, কেউ আবার দেশি খেলোয়াড় ভালো নিয়েছে। আমি মনে করি সব দলই একইরকম। সব দলেই ভারসাম্য আছে।’

ডেইলি বাংলাদেশ/এএল/আরএস