Alexa ‘বিপদ সংকেত’ চিরকুট লিখে সাংবাদিককে হুমকি

‘বিপদ সংকেত’ চিরকুট লিখে সাংবাদিককে হুমকি

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:৫৭ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লার হোমনায় ‘বিপদ সংকেত’ চিরকুট লিখে সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুকে হুমকি দেয়ার  অভিযোগ পাওয়া গেছে। 

শাজু দৈনিক আমাদের সময় ও দৈনিক আমাদের কুমিল্লার হোমনা উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। এ ঘটনায় সোমবার থানায় একটি জিডি করেছেন তিনি।

সাংবাদিক শাজু জানান, হোমনা পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন সাহা মার্কেটে ঘাস ফড়িং নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস রয়েছে। রোববার দিবাগত রাতে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে বাসায় চলে যান। এরপর সোমবার দুপুর ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান খুললে তিনি মেঝেতে একটি চিরকুট দেখতে পান। এরপর চিরকুট খুলে দেখেন সেখানে লেখা রয়েছে 'বিপদ সংকেত'। পরে এ ঘটনায় থানায় একটি জিডি করেন তিনি।

তিনি আরো জানান, আমার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ নেই। হয়তো কোনো সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দিতে এ চিরকুটটি দোকানে রেখে গেছে।
 
হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় সাংবাদিক শাজু একটি জিডি করেছেন। আমরা তার জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ডেইলি বাংলাদেশ/জেএইচ