Alexa বিনা খরচে ওমরার সুযোগ!

বিনা খরচে ওমরার সুযোগ!

ধর্ম ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:২৬ ২৩ মে ২০১৯   আপডেট: ১২:৩৯ ২৩ মে ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা খরচে ওমরা পালনের সুযোগ দিচ্ছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন (ডিটিসি)। 

গাড়ি চালাতে গিয়ে যেসব ড্রাইভার কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হননি, তাদের জন্য এ সুযোগ দিচ্ছে ডিটিসি। খবর খালিজ টাইমস।

গত রোববার দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সভাপতি আদেল শরিফ ড্রাইভারদের ভালো আচরণের জন্য ওমরা পালনের সুযোগের এ প্রস্তাব আনলে সভায় তা সবার সম্মতিতে গৃহীত হয়।

ছবি: সংগৃহীত

এ বছর ট্যাক্সি কর্পোরেশন সম্পূর্ণ ফ্রি ব্যবস্থাপনায় ২৫ জন ট্যাক্সি ড্রাইভারকে ওমরা করানো তালিকা তৈরি করেছে। এ তালিকা তৈরি করতে গিয়ে তারা ড্রাইভিংয়ে দক্ষ এবং কোনো রকমের অপরাধ করেনি তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

দুবাই ট্যাক্সি কর্পোরেশনের (ডিটিসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ভবিষ্যতে চালকদের উন্নত পরিষেবা প্রদান, বিশ্বাস ও আনুগত্য প্রকাশে এবং দরিদ্র জনগোষ্ঠীর ওমরাহ করার সুবিধার জন্য তাদের এ উদ্যোগ।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন চালকদের জন্য ফ্রি ওমরার এ উদ্যোগ চালু করেছিল। এ ধারাবাহিকতায় তারা প্রায় ১২০০ ড্রাইভারকে সম্পূর্ণ ফ্রিতে ওমরাহ করিয়েছেন।

দরিদ্র, দক্ষ ও নিরপরাধ চালকদের জন্য দুবাই ট্যাক্সি কর্পোরেশনের এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসিত হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএজে

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩