Alexa বিনামূল্যে ভিসা দেবে আরব আমিরাত, শর্ত একটাই!

বিনামূল্যে ভিসা দেবে আরব আমিরাত, শর্ত একটাই!

ভ্রমণ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৫ ১৭ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পর্যটকদের বিনামূল্যে ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। তবে বয়স হতে হবে ১৮ বছর বা তার কম। দেশটির সরকার জানিয়েছে, এখন থেকে প্রতি বছর ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বছরের দু’মাস ১৮ বছরের কম বয়সী কিশোররা সংযুক্ত আরব আমিরাতের বিনামূল্যে পর্যটক ভিসা পাবেন। মধ্যপ্রাচ্যের এ দেশটির সরকার পর্যটক টানতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিনামূল্যে এ ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে, ভিসা পাওয়ার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের সঙ্গে তাদের বাবা-মায়ের যে কোনো একজনকে থাকতে হবে। আর এজন্য বাবা অথবা মায়ের জন্য পর্যটক ভিসা, স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের ভিসা দরকার হবে। আমিরাতের এ ওয়েবসাইটের মাধ্যমে (www.ica.gov.ae) ভিসার জন্য আবেদন করা যাবে।

ডেইলি বাংলাদেশ/এনকে