বিনামূল্যে জীবাণুমুক্ত করা যাচ্ছে হুয়াওয়ের ফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:২২ ১৯ মার্চ ২০২০ আপডেট: ১৫:২৬ ১৯ মার্চ ২০২০

স্মার্টফোন জীবাণুমুক্ত করার বিশেষ সেবা দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের স্মার্টফোন জীবাণুমুক্ত করার বিশেষ সেবা দিচ্ছে। হুয়াওয়ে অনুমোদিত দেশের সব সার্ভিস সেন্টার থেকে এ সেবা নিতে কোনো টাকা খরচ করতে হবে না।
শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, একটি যন্ত্রের অভ্যন্তরে স্মার্টফোন ঢুকিয়ে নির্দিষ্ট সময় পর ফোনকে জীবাণুমুক্ত করা হবে। দেশের ১৮টি সার্ভিস সেন্টারে হুয়াওয়ের সব স্মার্টফোন জীবাণুমুক্ত করা যাবে। এ সেবা পেতে গ্রাহকদের কোনো ফি দিতে হবে না। এ সুযোগ থাকছে ৩১ মার্চ পর্যন্ত।
এছাড়া জীবাণু সম্পর্কে আপনি যদি খুবই উদ্বিগ্ন হন, তবে আপনি ‘আইসোপ্রপিল অ্যালকোহল’ ব্যবহার করতে পারেন। পাতিত পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এবার মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে, সেটি দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। এক্ষেত্রে খুব দ্রুত স্মার্টফোনটি মুছতে হবে।
ডেইলি বাংলাদেশ/এনকে/জেএস