Alexa বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১১ ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:২৯ ৪ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় কাকচিড়া ইউপির খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাশতবক গ্রামের আমজাদ আলী খানের স্ত্রী হামিদা বেগম, ছেলে রাসেল খান এবং ভাই দেলোয়ার হোসেন খান।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা থানা পুলিশের ওসি মো. শাহাবুদ্দিন জানান, দেলোয়ার তার বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে তার ভাইয়ের ছেলে রাসেল এবং ভাবি হামিদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ