Alexa নওগাঁয় ট্রাকচাপায় দাদা-নাতনি নিহত

নওগাঁয় ট্রাকচাপায় দাদা-নাতনি নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫৯ ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:৩৮ ৯ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর রানীনগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দাদা ও নাতনি নিহত হয়েছেন। এ সময় আরো এক কিশোরী আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের গুয়াতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আমিরপুর গ্রামের আব্দুল মান্নান এবং তার নাতনি রিপা আক্তার। রিপা আক্তার আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে ও গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আহত সুমাইয়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

রানীনগর থানার ওসি জহুরুল ইসলাম জানান, সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে মোটরসাইকেলে করে নাতনিদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে মোড় নিয়ে প্রধান সড়কে ওঠার সময় গুয়াতা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দাদা আব্দুল মান্নান ও নাতনি রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন। তবে সুমাইয়ার অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম