Alexa খাটে স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছেন স্বামী

খাটে স্ত্রীর লাশ, আড়ায় ঝুলছেন স্বামী

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৮ ৮ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:২০ ৮ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়ায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সাবের আলী ও মুক্তারা বেগম।

মঙ্গলবার দুপুরে উপজেলার গজঘণ্টা ইউপির বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় মেয়ে প্রাইভেট পড়তে যায়। আর ছোট বোন ও ভাই বেড়াতে গিয়েছিল। পড়া শেষে বড় মেয়ে দুপুরে ফিরে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখে চিৎকার করে। এ সময় প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটে মুক্তারার ও আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো সাবের আলীর ঝুলন্ত মরদেহ দেখে। পরে পুলিশে খবর দেয়।

ওসি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/এমআর