বিকাশ প্রতারণা চক্রের চার সদস্য আটক
বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৫ ১৯ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ২১:১৭ ১৯ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল নগরীর কাউনিয়ায় বিকাশ প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন হরবিলাস বালা, বিনা বালা, সঞ্জয় মন্ডল ও প্রাণ কৃষ্ণ মন্ডল।
হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালার বাড়ি মাদারীপুরের রাজৈর চৌরী। আর সঞ্জয় মন্ডল ও প্রাণ কৃষ্ণ মন্ডলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া।
বুধবার দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় স্থানীয় এক মসজিদের খাদেম বিকাশে প্রতারণার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন।
পরে সুরমা থানার ওসি বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে উক্ত ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তিনি বরিশালের কাউনিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে ওসি বিষয়টি ডিসি (উত্তর) খাইরুল আলমকে অবহিত করেন। ডিসি অগ্রাধিকারের ভিত্তিতে আসামিদের আটক করার নির্দেশ দেন।
মঙ্গলবার সকালে কাউনিয়ায় অভিযান চালিয়ে হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাক রাত ১২ টায় একই এলাকা থেকে সঞ্জয় মন্ডল ও প্রাণ কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়। কাউনিয়া মেট্রোপলিটন পুলিশ আটকদের আদালতে সোপর্দ করেছে।
ডেইলি বাংলাদেশ/এমকে