Alexa বিএসএফকে দিপাবলীর শুভেচ্ছা জানাল বিজিবি

বিএসএফকে দিপাবলীর শুভেচ্ছা জানাল বিজিবি

হিলি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৭ ২৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুর ১ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুণ্য রেখায় বিজিবির পক্ষ থেকে দিনাজপুর সেক্টরের নায়েব সুবেদার রফিকুল্লাহ ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জয়পাল সিং এর হাতে মিষ্টি তুলে দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেনসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

বিজিবির দিনাজপুর সেক্টরের নায়েব সুবেদার রফিকুল্লাহ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দিপাবলী উপলক্ষে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সম্প্রীতি বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। 

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে এ রেওয়াজ চলে আসছে এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।

ডেইলি বাংলাদেশ/জেএস