Alexa বিইউপি ফিল্ম ফেস্ট-২০১৯ শুরু হচ্ছে সোমবার

বিইউপি ফিল্ম ফেস্ট-২০১৯ শুরু হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১১ ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৮:৩৩ ২২ সেপ্টেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ‘বিইউপি ফিল্ম ফেস্ট-২০১৯’। বিইউপি ফিল্ম ক্লাব (বিইউপিএফসি) প্রথমবারের মতো এমন চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এ অনুষ্ঠানের অফিশিয়াল অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘ডেইলি বাংলাদেশ’।

সোমবার সকাল সাড়ে ৯টায় এ উৎসবের উদ্বোধন করবেন বিইউপির ট্রেজারার, এয়ার কমোডোর মোহাম্মাদ বেলাল, বিইউপি, এনডিও, এনডিসি, পিএসসি, জিডি(পি)।

এ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে থাকছে- শর্ট ফিল্ম কনটেস্ট, ফিল্ম পোস্টার মেকিং, সিনে কুইজ, সিনে ডিবেট, কস প্লে ইত্যাদি।

এছাড়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ এবং ‘ফাগুন হাওয়ায়’— এ চলচ্চিত্র দুটি বিইউপি বিজয় অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে।

সেইসঙ্গে দুই দিন দুটি চলচ্চিত্র বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে থাকছেন চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং চিত্রগ্রাহক পংকজ পালিত।

অনুষ্ঠানের শেষ দিন ২৪ তারিখ বিকেলে এ উৎসবের অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে  দেবেন। 

ডেইলি বাংলাদেশ/ধ্রুব/এসআই