Alexa বিআরটিসি চালকদের কর্মবিরতি

বিআরটিসি চালকদের কর্মবিরতি

প্রকাশিত: ১৭:২০ ২৫ জুলাই ২০১৮   আপডেট: ১৭:২০ ২৫ জুলাই ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর বাস চালকরা।

এজন্য বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ডিপো ছেড়ে যায়নি কোনো বাস। বৃ‌ষ্টির ম‌ধ্যেই ডিপোর সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এই ডিপোতে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের বিআরটিসির শতাধিক দোতলা ও এসি বাস থাকে। রাজধানীতে বিআরটিসির ছয়টির ডিপোর মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ডিপো জোয়ারসাহারা।

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে একতলা, দ্বিতল ও শীতাতপ নিয়ন্ত্রিতসহ ১২০টি সচল বাস রয়েছে। এসব যানবাহনের আয় থেকে কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু গত কয়েক বছর ধরে লোকসানে থাকায় এখানকার প্রায় ৫০০ কর্মী দশ মাস বেতন পান না বলে অভিযোগ রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে