Alexa বাড়ি যাওয়া হলো না, সড়কেই লাশ হলেন শ্রমিক

বাড়ি যাওয়া হলো না, সড়কেই লাশ হলেন শ্রমিক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৫ ১৪ ফেব্রুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মোশারফগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি ইসলামপুরের সওদাগর ইটভাটার শ্রমিক ছিলেন।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) আনসার উদ্দিন জানান, দুপুরে ইটভাটা থেকে সাইকেলে বাড়ি যাচ্ছিলেন দেলোয়ার। মোশারফগঞ্জ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাঈদী, সুন্দর আলী ও আছলাম গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর