Alexa বাড়ি থেকে বের হয়ে লাশ হলেন ইমাম

বাড়ি থেকে বের হয়ে লাশ হলেন ইমাম

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৪ ১৩ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে মো. আবুল হোসেন মোল্লা নামে এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউপির ইশ্বরপুর গ্রামের উত্তর মাঠে সাত্তারের ভিটার জঙ্গলের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মো. আবুল হোসেন ইশ্বরপুর গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন।

আবুল হোসেনের ভাতিজা আব্দুস সামাদ জানান, গত চার-পাঁচদিন আগে চাচা আবুল হোসেন মোল্লা বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানায়, সকালে লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় ভিটার জঙ্গল থেকে দুর্গন্ধ পান।  এ সময় তারা এগিয়ে গেলে দেখতে পান জঙ্গলের মধ্য বৃদ্ধের লাশ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেন।

তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি বাংলাদেশ/আরএম