Alexa বাড়ির পাশের ডোবায় মিলল নসিমন চালকের মরদেহ

বাড়ির পাশের ডোবায় মিলল নসিমন চালকের মরদেহ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৭ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চান্দিনায় একটি ডোবা থেকে জাকির হোসেন নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাকির ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের বড় ভাই বাচ্চু মিয়া জানান, নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন জাকির। শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ির পাশের চা দোকানে যান তিনি। এরপর না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, শনিবার সকালে মধ্যপাড়া এলাকায় জাকিরের বাড়ির পাশের একটি ডোবায় হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ডেইলি বাংলাদেশ/এমআর