Alexa বাড়ছে সিগারেটের দাম, কমছে ধূমপায়ীর সংখ্যা 

বাড়ছে সিগারেটের দাম, কমছে ধূমপায়ীর সংখ্যা 

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৬ ১৯ জুন ২০১৯   আপডেট: ১৫:১৯ ১৯ জুন ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাজেটে বাড়ছে সিগারেটের দাম। এই লক্ষ্য বাস্তবায়নে গত চার বছরে সিগারেটের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 

এ বছর প্রস্তাবিত বাজেটে ২০ শলাকা সিগারেটের প্রতি প্যাকেটে দাম বেড়েছে ৩৬ টাকা পর্যন্ত।  

২০১৯-২০ অর্থবছরের বাজেটে উচ্চমূল্য স্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকা প্যাকেট ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯৩ টাকা ও ১০৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নিম্নস্তরের সিগারেট ৩৫ টাকা থেকে ৩৭ টাকা এবং মধ্যম স্তরের সিগারেটের দাম ৪৮ টাকা থেকে ৬৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকে। এই দাম বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অধূমপায়ীরা।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, সিগারেটের দাম বাড়ানোর ফলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়ছে, অন্যদিকে কমছে ধূমপায়ীর সংখ্যা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের এক প্রতিবেদনে বলা হয়, গত আট বছরে দেশে ধূমপায়ীর সংখ্যা কমেছে ২১.৭ শতাংশ। 

২০১২-১৩ অর্থবছরে যেখানে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিল ১০ হাজার কোটি টাকা, সেখানে এই অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি। 

সরকারের এই সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্তকে তামাকমুক্ত দেশ গড়তে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।  

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics