Alexa বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমন চালকের

বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমন চালকের

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:০৭ ১৩ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার কালীগঞ্জে বাসের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিবুল ইসলাম সদর উপজেলার ভোমরা ইউপির নোওয়াবাদকাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, সন্ধ্যায় সজিবুল কাঠ বোঝাই নসিমন নিয়ে শ্যামনগর থেকে কালীগঞ্জে আসছিলেন। পিরোজপুর এলাকায় পৌঁছালে সংগ্রাম পরিবহনের একটি বাস তার নসিমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর