Alexa বাসের চাকায় পিষ্ট হলো শিশু নিহানের হাসি

বাসের চাকায় পিষ্ট হলো শিশু নিহানের হাসি

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১৫ ২৮ অক্টোবর ২০১৯  

নিহত মো. নিহান।

নিহত মো. নিহান।

দিনাজপুরের বীরগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নিহান মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মো. শামীম আশরাফ শাওনের ছেলে।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বলেন, কয়েক দিন আগে শিশু মিহানকে নিয়ে শাওনের স্ত্রী সিনথিয়া বীরগঞ্জ উপজেলার ৮নম্বর ভোগনগর ইউপির বিজয়পুর গ্রামে বাবার বাড়িতে আসেন। সোমবার দুপুরে বিআরটিসি বাসে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বাসটি হার্ড ব্রেক করায় দরজা দিয়ে শিশুটি সড়কে পড়ে যায়। এতে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহান নিহত হয়।

ওসি শাকিলা আরো বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর