Alexa বাসের চাকায় পিষ্ট দুই পথচারী

বাসের চাকায় পিষ্ট দুই পথচারী

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৭ ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:৪২ ১৮ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের নওয়াপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের মোনতাজ আলী শেখের ছেলে গোলাম নবী ও দত্তগাতী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জোসনা বেগম।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে পৌরসভার রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ওসি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধার করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর/টিআরএইচ