Alexa আত্মহত্যা করেছেন কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথ

আত্মহত্যা করেছেন কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথ

বান্দরবান প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১১ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:৪৮ ১৬ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ আইডল-এর বান্দরবানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টায় শহরের বালাঘাটা এলাকার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

পঙ্কজের বন্ধুরা জানান, আত্মহত্যার আগে পঙ্কজ তাদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তা পাঠান। ওই বার্তার ভিত্তিতে তার কয়েকজন বন্ধু দ্রুত তার বাসায় যান। 

পঙ্কজের বন্ধু আশীষ বড়ুয়া বলেন, বাসায় গিয়ে দেখি ছাদের বিমে ঝুলে আছে পঙ্কজের মরদেহ। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি তদন্ত টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

ডেইলি বাংলাদেশ/জেএস/টিএএস