Alexa বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪২ ২১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাসাইল পৌর এলাকার বর্ণিকিশোরীতে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া ওই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।

বাসাইলের পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ জানান, ওই শিশু সকালে বাড়িতে খেলা করছিলো। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায় দুপুরের দিকে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখা যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। 
 

ডেইলি বাংলাদেশ/জেএস