Alexa বাল্যবিয়ে ঠেকিয়ে সাহসিকতার সনদ পেলো তিন স্কুলছাত্রী

বাল্যবিয়ে ঠেকিয়ে সাহসিকতার সনদ পেলো তিন স্কুলছাত্রী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩২ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের গুরদাসপুরে নিজেদের বাল্যবিয়ে ঠেকিয়ে সাহসিকতার সনদ পেয়েছে তিন স্কুলছাত্রী। এ সময় তাদেরকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই দেয়া হয়। 

বুধবার দুপুরে উপজেলা সদরের শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ে তাদের হাতে সনদ দেন ইউএনও তমাল হোসেন। সনদপ্রাপ্তরা হলেন-ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাহানুর, সপ্তম শ্রেণির রহিমা ও কামরুন্নাহার। 

ইউএনও তমাল হোসেন বলেন, সোমবার বিকেলে শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আমাকে ফোন করে তাদের বাল্যবিয়ের কথা জানায়। তারা বিয়ে বন্ধ করতে বলে। কারণ তারা পড়াশোনা করতে চায়। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা হয়। মেয়েদের ১৮ বছর হলে বিয়ে দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়। 

তিনি আরো বলেন, বুধবার দুপুরে নিজেদের বাল্যবিয়ে বন্ধ করায় তিন শিক্ষার্থীকে সাহসিকতা সনদ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া পুরস্কার হিসেবে তাদের বঙ্গবন্ধুর আত্মজীবনী দেয়া হয়। বাল্যবিয়ের বিরুদ্ধে মেয়েদের উৎসাহিত করতে এ ব্যতিক্রমী উদ্যোগ। বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ