বাল্যবিয়ের ১৫ দিন পর জামাই-শ্বশুরের জেল
ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৫৯ ১২ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুরে বাল্যবিয়ের ১৫ দিন পর কনের বাবা ও বরকে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার শোনপচা গ্রামের বর সুজন শেখ, চর চাঁদপুর কাজী ডাঙ্গী গ্রামের কনের বাবা মিজান কাজী। তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সদরপুরের ইউএনও পূরবী গোলদার জানান, ভুয়া জন্ম সনদ তৈরি করে সুজন শেখের সঙ্গে গোপনে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে দেন মিজান কাজী। ১৫ দিন আগে গোপনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফরিদপুর শহরে এ বিয়ে হয়।
তিনি জানান, মঙ্গলবার কনেকে তুলে নিতে বরপক্ষ এলে অভিযান চালিয়ে কনের বাবা ও বরকে আটক করা হয়। পরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ছয় মাস করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর