Alexa বার্সেলোনার জার্সিতে গ্রিজম্যানের প্রথম গোল

বার্সেলোনার জার্সিতে গ্রিজম্যানের প্রথম গোল

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২৫ ১১ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১২০ মিলিয়ন ইউরোয় অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সায় যোগ দেয়ার পর ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আন্তোনিও গ্রিজম্যান প্রথম গোলের দেখা পেলেন। শনিবার রাতে ৬০ হাজার দর্শক উপস্থিত হয়েছিল বার্সেলোনা-ন্যাপোলি ম্যাচটি দেখার জন্য। মিশিগান স্টেডিয়ামের দর্শকরা ৯০ মিনিটের ম্যাচ শেষে পরিতৃপ্তি নিয়েই বাসায় ফিরেছে। ইতালিয়ান ক্লাব ন্যাপোলিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় বার্সেলোনা। যদিও ৪ গোলের মধ্যে দুটি একাই করেছেন লুইস সুয়ারেজ।

মৌসুম শুরুর আগে এখন চলছে স্প্যানিশ এবং ইতালিয়ান ক্লাবগুলোর প্রাক-প্রস্তুতি মৌসুম। তিনদিন আগেই মিয়ামিতে মুখোমুখি হয়েছিল বার্সা-ন্যাপোলি। ওই ম্যাচে বার্সেলোনা জিতেছিল ২-১ গোলে। দুই লেগ মিলে ৬-১ ব্যবধানে জিতে লা লিগা-সিরি এ কাপ নিয়েই দেশে ফিরছে বার্সা।

ইনজুরির কারণে এই ম্যাচে মেসিকে ছাড়াই নামতে হয়েছিল বার্সেলোনাকে। তবুও শক্তিশালী স্কোয়াডই মাঠে নামাতে পেরেছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

আর মাত্র ৬ দিন পরই লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। সান মামেসে প্রথম ম্যাচেই অ্যাটলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। আর্নেস্তো ভালভার্দে ওই ম্যাচেও মেসিকে পাবেন কি না সন্দেহ।

ন্যাপোলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার একচ্ছত্র আধিপত্য। কিন্তু গোল বের করতে বেশ সময় নিতে হয়েছিল তাদের। প্রথমার্ধে কোনো গোলই হয়নি। অবশেষে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল পেয়ে যায় বার্সা। ৪৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন লুইস সুয়ারেজ। ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আন্তোনিও গ্রিজম্যান। ৫৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন সুয়ারেজ। আর ৬৩ মিনিটে আসে চতুর্থ গোল। করেন ওসমান ডেম্বেলে।

ডেইলি বাংলাদেশ/এস

Best Electronics
Best Electronics