Alexa বাবা-মায়ের সামনেই শিশুর মৃত্যু

বাবা-মায়ের সামনেই শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:২০ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে বাবা-মায়ের সামনেই মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানচাপায় ছেলে নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের জাকির হোসেন সড়কের আকবর শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ শেখ ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার বাসিন্দা রিপন শেখের ছেলে।

চট্টগ্রামের আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে ছেলে মিনহাজকে মাঝে বসিয়ে স্কুলে ভর্তির জন্য খোঁজ নিতে যান মা–বাবা। এরপর বাসায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই বাবা-মায়ের সামনেই শিশুটির মৃত্যু হয়। 

তিনি আরো জানান, চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস