Alexa বাবার কোলে ফিরলো অপহৃত সজিব

বাবার কোলে ফিরলো অপহৃত সজিব

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:০৫ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের দিনাজপুরের বীরগঞ্জ থেকে অপহৃত শিশু সজিবুল ইসলাম বাবার কোলে ফিরেছে। এর আগে শনিবার বিকেলে রংপুরের রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত সজিব বীরগঞ্জের নাজমুল হকের ছেলে।

র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর গালিব মুহাম্মদ নাতিকুর জানান, ১৭ অক্টোবর শিশু সজিব নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালালে অপহরণকারীরা শিশু সজিবকে রেখে পালিয়ে যায়। এরপর উদ্ধার করা শিশুকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ